মৌলভীবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ  

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৫৪ পিএম


মৌলভীবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়
ছবি: আরটিভি

পবিত্র মাহে রমজানের আগে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রে আসতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেশ-বিদেশের পর্যটকেরা এসে জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভিড় করছেন। 

সরেজমিনে দেখা যায়, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের নয়নাভিরাম মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও সবুজ চা বাগানে পর্যটকের পাদচারণায় মুখরিত। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন পর্যটকেরা। দেশী পর্যটকদের সঙ্গে দেখা গেছে প্রচুর বিদেশী পর্যটকদেরকেও।

বিজ্ঞাপন

এ জেলায় উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হচ্ছে ৭১ বধ্যভূমি, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, লাল টিলা, বাইক্কাবিল, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, শমশেরনগর গলফ মাঠ, শমশেরনগর বিমানবন্দর, সবুজ চা বাগানসহ অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে। 

মাধবপুর লেকে পরিবার নিয়ে ঘুরতে আসা নরসিংদীর সাদিক আব্দুলাহ বলেন, পবিত্র রমজানের আগে পরিবার নিয়ে কমলগঞ্জ ঘুরতে এসেছি। এখানে আসলে একসঙ্গে অনেকগুলো পর্যটনকেন্দ্র দেখা যায়। যা অন্য কোন উপজেলায় পাওয়া যায়না। এই এলাকার পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে হবে। তাহলে আরও অনেক পর্যটক আসবেন। 

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পুলিশ পরিদর্শক মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গলে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য সবসময় ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। এখানে সারা বছর দেশ বিদেশের পর্যটক ঘুরতে আসেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি মৌলভীবাজার জেলা পুলিশ কাজ করছে। পর্যটকেরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন এজন্য আমরা সবসময় কাজ করছি।


আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission