মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ২ চা শ্রমিক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৩ মার্চ ২০২৫ , ১০:১১ পিএম


মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুজন চা শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে চাশ্রমিক বহনকারী পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন চাশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ১৮ জন। 

বিজ্ঞাপন

সোমবার (৩ মার্চ) সকালে জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান।

বিজ্ঞাপন

নিহতরা হলেন আমরাইল চা-বাগানের সাধনের ছেলে বিশাল (১৯) এবং একই চা বাগানের রাম রবি দাসের ছেলে হৃদয় রবি দাস (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালের দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাওয়ার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০ জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সম্রাট কিশোর পোদ্দার বলেন, ‘সকাল প্রায় সাড়ে ১০টায় দুর্ঘটনায় আহত ২০ জন চা শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।’

বিজ্ঞাপন

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আহমদ ফয়সল জামান বলেন, ‘শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ৮ জনকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পথে দুজন মারা যান। বর্তমানে গুরুতর আহত ছয়জন চিকিৎসাধীন রয়েছেন।’

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান বলেন, ‘এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপ গাড়ি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission