ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ , ০৪:০৪ পিএম


ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুল বাকী (৭০) নামে একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক। 

বিজ্ঞাপন

নিহত আবদুল বাকী (৭০) উপজেলার মারুপাড়া এলাকার মৃত আব্দুল কাফির ছেলে। 

এ বিষয়ে ওসি নাজমুল হক বলেন, ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের সামনে থেকে এই বৃদ্ধা সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী আবদুল বাকী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission