বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জি এম এন জাকারিয়াকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
গ্রেপ্তারকৃত জাকারিয়া বুড়িচং সদর ইউনিয়নের আরাগ-আনন্দপুর গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে। তিনি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বুড়িচং উপজেলা যুবলীগের সভাপতির পদে রয়েছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুর ১২টায় বুড়িচং সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সভাপতি জি এম এন জাকারিয়াকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত থাকার অভিযোগে জি এম এন জাকারিয়ার বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরটিভি/এএএ-টি