কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির কামড়ে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইউনুস আলী (৬৫)।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ছড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
মৌমাছির কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বাবলু মিয়া।
নিহত ইউনুস আলী ওই এলাকার নেছার শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে রসুনের খেতে নিড়ানির কাজ করছিলেন ইউনুস আলী। জমির সীমানা ঘেঁষে শিমুল গাছের ডালে মৌচাক ছিল। হঠাৎ একটি পাখির হানায় চাক ভেঙে যায়। এ সময় মৌমাছির আক্রমণের শিকার হন তিনি।
পরে মৌমাছির কামড় থেকে বাঁচতে পাশের পুকুরের পানিতে লাফ দেন ইউনুস আলী। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের চাচাত ভাই আতাউর রহমান বলেন, রসুনের খেতে নিড়ানির কাজ করার সময় মৌমাছির আক্রমণের শিকার হন আমার ভাই। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য বাবলু মিয়া বলেন, সাবেক সেনাসদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরটিভি/এমকে