জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বকশীগঞ্জ পৌর শহরের কুঁড়েঘর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনা।
উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহসভাপতি আ. রাজ্জাক মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক-১ এসএম আশরাফুল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী,দপ্তর সম্পাদক আফজাল শরীফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইলিয়াছ শাহ।
এছাড়াও উপজেলা প্রেস ক্লাবের সদস্য রিপন মিয়া, সদস্য হারুন উর রশিদ, সাংবাদিক রাসেল রানা, মরহুম সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের সহধর্মিণী মনিরা বেগম সহ উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্য ও সাংবাদিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিল।
দোয়া মাহফিলে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এছাড়াও উপজেলা প্রেস ক্লাবের সদস্য মরহুম সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের রূহের মাগফিরাত কামনা করা হয়।
আরটিভি/এএএ