লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ১০:৩৩ পিএম


লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক
ছবি: আরটিভি

লক্ষ্মীপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে সাত দালালকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার তাজুল হক খন্দকারের ছেলে মো. ফেরদৌস (৬০), লামচরী এলাকার মো. সিরাজের ছেলে দুলাল (৪০), রায়পুর উপজেলার চরপাতা গ্রামের মনিরুল ইসলামের ছেলে মাহবুবুল আলম লিটন (৪৬), একই উপজেলার চরলক্ষ্মী গ্রামের ফারুকের স্ত্রী রোজিনা আক্তার (২৪), জেলা সদরের লাহারকান্দি গ্রামের খোকনের স্ত্রী নাজমা (৫৫), লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার আবুল হোসেনের ছেলে কবির (৪৫), সদর উপজেলার খিলবাইছা গ্রামের নান্টু মিয়ার ছেলে সোহেল (২৮)। তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।  

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে দালালের খপ্পরে পড়তে হয়। তারা কৌশলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এতে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, লাভবান হয় দালালরা।  

বৃহস্পতিবার দুপুরে এনএসআইয়ের তথ্য অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশ সদর হাসপাতালে যৌথভাবে অভিযান চালায়। এতে সাত দালালকে আটক করতে সক্ষম হন আইনশৃঙ্খলা বাহিনী।  

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সাত দালাল আটক হয়েছে। দালাল রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে হাসপাতালের পক্ষ সহযোগিতা করা হয়।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, সদর হাসপাতালে আটক দালালদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  


আরটিভি/এএএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission