শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার সখিপুর বাজারে সখিপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের গেটের সামনে থেকে সখিপুর থানার ওসি ওবায়দুল হক তার সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে।
এ সময় তাদের ব্যবহৃত একটি লাল রঙের ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেলও আটক করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন নড়িয়া উপজেলার থিরোপাড়া এলাকার ছামেদ সরদার ছেলে জসিম পাইক ওরফে কালা পাইক (৩৮) ও একই উপজেলার কলারগাও গ্রামের সেকান্দার পাইক এর ছেলে মো. রোমান পাইক (২৬)। গ্রেপ্তারের পর তাদের হেফাজত হতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক জানান, সখিপুর বাজারে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং তাদের হেফাজতে থাকা ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের ব্যবহারিত একটি লাল রঙের ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেল ও আটক করা হয়। প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।
আরটিভি/এএএ