বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে কার পাস জটিলতার কারণে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে এই আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ফলে দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশে রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামালসহ পচনশীল পণ্য।
তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে লোড-আনলোডসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম সচলসহ দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
ভারতের পেট্রাপোল চেকপোস্ট সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী আরটিভি অনলাইনকে জানান, বাংলাদেশে দ্রুত পণ্য রপ্তানি করার জন্য পূর্বে সিএন্ডএফ এজেন্টের কর্মচারীরা কাস্টমস অফিসারের মাধ্যমে মেনিফেস্টো তৈরি করার পর কার পাস ইস্যু করে পণ্য রপ্তানি করত।
হঠাৎ তিন দিন ধরে কাস্টমস কর্তৃপক্ষ এক নির্দেশনা জারি করেন, তারা নিজেরাই কার পাস ইস্যু করে রপ্তানি পণ্য বাংলাদেশে প্রবেশ করাবেন। এ ধরনের নির্দেশনায় পণ্য রপ্তানিতে জটিলতার সৃষ্টি হয়েছে।
রপ্তানি পণ্যের কোনও কাগজপত্র না পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে কাস্টমস কর্তৃপক্ষ কোনো কার পাস ইস্যু করতে পারেনি। যার কারণে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ আরটিভি অনলাইনকে জানান, ভারতে কার পাস জটিলতার কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হয়নি।
আরও পড়ুন
জেবি/এমকে
মন্তব্য করুন