ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় পরিচয়পত্রসহ যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৫ মে ২০২৫ , ০৫:৫৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্ত এলাকা থেকে ৩৪ হাজার ভারতীয় রুপি, জাল পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সসহ মো. রফিক মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। 

বিজ্ঞাপন

সোমবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

তিনি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মৃত রুসমত আলীর ছেলে। 

বিজ্ঞাপন

বিজিবি জানায়, মো. রফিক মিয়া সোমবার সকালে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। পরে বাংলাদেশ ফেরত আসার সময় বীরেন্দ্রনগর সীমান্তের রংগাছড়া এলাকা থেকে মো. তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৪ হাজার ভারতীয় রুপি, ভারতীয় একটি জাল পরিচয়পত্র ও একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। রফিক মিয়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাতায়াতের জন্য নিজেকে শমীমোহন সিংহের ছেলে শশীকান্ত সিংহ নাম দিয়ে ভারতীয় নির্বাচন কমিশনের একটি জাল পরিচয়পত্র ও একটি জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছিল।   

এ বিষয়ে লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বাংলাদেশে ফেরত আসার সময় ৩৪ হাজার ভারতীয় রুপি ও জাল পরিচয়সহ রফিক মিয়াকে আটক করা হয়। পরে তাকে তাহিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |