গাজীপুরের কালিয়াকৈরে সরকারি জমিতে বসবাসরত ভূমিহীনদের ঘরের ছবি তুলে চাঁদা দাবির অভিযোগে মনোয়ারা বেগম ও মোশারফকে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাকাবাসী। ৯৯৯ ফোন পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনর্চাজ মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে। শনিবার ফুলবাড়িয়া ইউনিয়নের বাসাকৈর এলাকায় এ ঘটনা ঘটেছে।
সোমবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান।
আটককৃতরা হলেন- উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাসাকৈর এলাকার বাদল মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম। একই এলাকার খোকা হোসেনের ছেলে মোশারফ হোসেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মনোয়ারা ও মোশারফ পাশের শিমুলিয়া এলাকার ওয়াসিম মিয়ার স্থাপনার ছবি তোলেন। এসব ছবি তুলে ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। টাকা দিতে অস্বীকার করলে ঘর ভেঙে দেওয়ার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান মনোয়ারা ও মোশারফ। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের আটক করে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন অবৈধ স্থাপনা নির্মাণকারীসহ এলাকাবাসী। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান ফোর্স নিয়ে ওই দুজনকে উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে যান। এ সময় অবৈধ স্থাপনা নির্মাণকারীরা ওই দুজনের বিচারের দাবিতে থানায় অবস্থান নিলে তাদের বুঝিয়ে শান্ত করে পুলিশ। এ ঘটনায় দুপুরে ওয়াসিম নামের এক ব্যক্তি বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন।
জানা গেছে, মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে ভূমিহীনদের ঘর দিয়ে দেবে বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কেউ যদি টাকা দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে বনকর্মকর্তাদের ভয়ভীতি দেখানো হয়। তবে শনিবার সকালে এ বিষয়ে উভয়পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা চালায় পুলিশ।
এ বিষয়ে জাথালিয়া বিট কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরিফ খান চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি আমার জানা নেই। এ ক্ষেত্রে যদি অফিসের কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। ৯৯৯-এ ফোন পেয়ে ওই দুজনকে উদ্ধার করা হয়েছে।
আরটিভি/এমকে