চা পানের জন্য ডেকে নিয়ে কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৪ মে ২০২৫ , ১১:১৬ এএম


চা পানের জন্য ডেকে কৃষককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় খাজা মোল্যা (৪৫) নামে একজন কৃষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে এ খুনের ঘটনা ঘটে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহত খাজা মোল্যা ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গার পার ইছাখালি গ্রামের নবাব মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। 

নিহতের স্বজনরা জানান, বুধবার সকালে খাজা মোল্যা নিজ বাড়ি থেকে বের হয়ে চা পানের উদ্দেশ্যে কুমারডাঙ্গা বাজারের রবিউলের চায়ের দোকানে যান। সেখানে বসে থাকা অবস্থায় প্রতিপক্ষ ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি কুমারডাঙ্গা গ্রামের পলাশের নেতৃত্বে এসকেন্দার, ইনসান, রবিউল, শরিফুল, হৃদয় রহমতুল্লাহ, সাইফুল, লাহাব, রাসেল, রাহাত, রনি, মান্না ও মাসুমসহ ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র রামদা ও ছ্যান দা দিয়ে খাজা মোল্যাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের মেজো বোন রেখা বেগম অভিযোগ করে বলেন, পলাশসহ তার লোকজন এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। বিভিন্ন সময়ে প্রতিপক্ষের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে ও নাশকতা মামলা দিয়ে হয়রানি করছে। এ ছাড়া পলাশসহ তার লোকজন জমির ফসল ও গাছ কেটে নিয়ে যাচ্ছে। বুধবার সকালে আমার ভাই চা খেতে কুমারডাঙ্গা বাজারে গেলে পলাশের নেতৃত্বে তার লোকজন আমার ভাইকে কুপিয়ে হত্যা করে। আমি প্রশাসনের কাছে আমার ভাই হত্যার বিচার চাই।

বিজ্ঞাপন

এ অভিযোগের ব্যাপারে জানতে ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের মুঠোফোনে বার বার কল দিলেও তিনি তা রিসিভ করেন নাই। যে কারণে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission