বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ ও পুশইনের বিষয়ে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির।
বুধবার (১৪ মে) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিজিবি বিওপি ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় ১০ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির বলেন, যেখানে কাঁটাতারের বেড়া নেই কিংবা বাঁশের বেড়া দেওয়া আছে সেখান থেকেও কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পুশইনের বিষয়ে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্তের অতন্দ্রপ্রহরী হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সচেষ্টভাবে দায়িত্ব পালন করছে।
আরটিভি/এমকে/এআর