বরেন্দ্র অঞ্চলের ৪০টি ইউনিয়নে পানি সংকট মোকাবেলায় কর্মশালা 

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

বুধবার, ১৪ মে ২০২৫ , ০৯:৩৩ পিএম


বরেন্দ্র অঞ্চলের ৪০টি ইউনিয়নে পানি সংকট মোকাবেলায় কর্মশালা 
ছবি: আরটিভি

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর উঁচু বরেন্দ্রের পানি সংকটাপন্ন এলাকায় সম্প্রসারিত কমিউনিটি জলবায়ু পরিবর্তন প্রকল্প ডট বাস্তবায়নে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৪ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পল্লী কর্ম-সংস্থান ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন এ প্রকল্প নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফএর চেয়ারম্যান জাকির আহমেদ খাঁন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ খাঁন। প্রকল্পের কাঠামো চ্যালেঞ্জসহ যাবতীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন পিকেএসএফএর উপ-মহাব্যবস্থাপক ড. মোস্তফা কামাল হোসেন আহম্মেদ।

বিজ্ঞাপন

এতে তিন জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বরেন্দ্র গবেষক, পানি গবেষণা প্রতিষ্ঠানসহ কৃষক ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে, সরকারের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সম্প্রতি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় যে পানি সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে তাতে সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী রাজশাহী, অতি উচ্চ পানি এলাকা, ৪০টি ইউনিয়ন উচ্চ পানি সংকটাপন্ন এলাকা এবং আরও ৬৭টি ইউনিয়ন মধ্যম পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে তাতে সম্প্রসারিত কমিউনিটি জলবায়ু পরিবর্তন প্রকল্প ডট, কিভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা করা হয়। 

বক্তারা বলেন জলবায়ু সহনশীলতার পাশাপাশি স্থানীয় জনগণের জীবিকায় টেকসই পরিবর্তন আনতে এই প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে। সেমিনারে পিকেএসএফ এর পক্ষ থেকে এই পানি সংকটাপন্ন অবস্থার উত্তরণে পুকুর ও খাল পুনঃখনন, কৃত্রিমভাবে ভূ-গর্ভস্থ পানি পুনঃভরণ, খরা-সহিষ্ণু ফসলের চাষ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে বলে কর্মশালায় অবহিত করা হয়। এই কর্মকাণ্ডগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দীর্ঘমেয়াদী খরা মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন অংশগ্রহণকারী বক্তারা। 

সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্রকল্পও বাস্তবায়ন হলে ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ ও ভূ-গর্ভস্থ পানির রিচার্জ বৃদ্ধির মাধ্যমে গৃহস্থালি কাজে ও কৃষি জমিতে সেচের পানির যোগান বৃদ্ধি পাবে বলে দাবি করেন কর্মশালায় অংশগ্রহণকারী বক্তারা।

বিজ্ঞাপন


আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission