চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর যুবলীগ সভাপতি মো. মাহবুব আলমকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।
থানা পুলিশ জানায়, মাহবুব আলমের বিরুদ্ধে ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে। ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং তার স্ত্রী, কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী অনুষ্ঠানে যাওয়ার পথে বদরপুর এলাকায় হামলার শিকার হন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, মাহবুব আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়ে বিমানবন্দরে ইমিগ্রেশনে দায়িত্বরত অফিসারদের চিঠি দেয়া হয়েছিল। সেই চিঠির প্রেক্ষিতে সকালে শাহজালাল বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিমানবন্দর থানায় ফোর্স পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এএএ