আখাউড়া রেলওয়ে থানার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ মে) সন্ধ্যা পৌনে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের নিচে ফুটওভার ব্রিজের পাশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার এসআই সুব্রত বিশ্বাস।
আটক নারী মাদক ব্যবসায়ী মোসাম্মৎ লাকী আক্তার (৪৩) জেলার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইসমাইল মিয়ার কন্যা এবং আমির হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় দেহ তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি পকেট টিস্যুর প্যাকেট থেকে দুটি জিপারযুক্ত কালো পলিথিনে রাখা মোট ৪০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য উদ্ধার ও নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরটিভি/এমকে