বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

রোববার, ১৮ মে ২০২৫ , ০৬:৫৪ এএম


বেপরোয়া গতিতে সড়কে প্রাণ গেলো দশম শ্রেণির দুই শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

রাজশাহীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোরের মৃত্যু হয়েছে।  

বিজ্ঞাপন

শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগরীর মেহেরচন্ডি ফ্লাইওভারের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর মতিহার থানার ওসি আব্দুল মালেক।

বিজ্ঞাপন

নিহতরা হলো—নাহিয়ান হাসান (১৬) ও পিয়াসুর রহমান পিয়াস (১৬)।

জানা যায়, নাহিয়ান রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলকার আজিজুর রহমানের ছেলে ও পিয়াস মেহেরচন্ডি এলাকার পিয়ারুল ইসলামের ছেলে।

এ বিষয়ে রাজশাহীর মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, শনিবার সন্ধ্যায় মতিহার থানাধীন ফ্লাইওভারের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই দুই কিশোরের মোটরসাইকেলের গতি বেশি থাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বৈদ্যুতিক পোলের সঙ্গে গিয়ে মেরে দেয়। এরপর তারা দুইজনই রাস্তার ওপর ছিটকে পড়ে। 

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় নাহিয়ান ও পিয়াসকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া এ দুই কিশোর পাশের খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ এরই মধ্যে তাদের পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission