ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর 

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১৮ মে ২০২৫ , ০১:৪৬ পিএম


loading/img
ছবি সংগৃহীত।

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মিত্রা রানী নাথ (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১৭ মে) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহত মিত্রা রানী নাথ সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের তপন লাল নাথের মেয়ে। তিনি ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে মিত্রা রানী প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হন। প্রাইভেট শেষে তিনি তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন। পরে মহাসড়কের লেমুয়া ইউনিয়নের কসকা নামক স্থানে মোটরসাইকেলটি দুর্ঘটনাকবলিত হলে স্থানীয়রা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আরটিভি/এএএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |