পত্রিকার সম্পাদকের নামে মিথ্যা মামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৮ মে ২০২৫ , ০৬:২২ পিএম


পত্রিকার সম্পাদকের নামে মিথ্যা মামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন 
ছবি: আরটিভি

নোয়াখালীর স্থানীয় দৈনিক ‘সফল বার্তা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজির মামলা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার এবং পত্রিকার অফিস খুলে দেওয়ার দাবিতে জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন তারা।

বিজ্ঞাপন

রোববার (১৮ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকরা এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

এ সময় প্রতিবাদ সভায় নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসূফের সভাপতিত্বে ও সাপ্তাহিক চলতি ধারা পত্রিকার সম্পাদক এমবি আলমের সঞ্চালনায় সাংবাদিকরা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ নোয়াখালী জেলা শহরের সমবায় ব্যাংক লিমিটেড মার্কেটের সালামির মাধ্যমে মালিকানা গ্রহণকারী ব্যবসায়ীদের জোরপূর্বক বের করে দিয়ে মার্কেটের দোকানগুলো দখল করার চেষ্টা করছে জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলসহ একটি চক্র। এ নিয়ে মার্কেটের দোকান মালিকরা ফুঁসে ওঠেছে। ওই জোরপূর্ব দখল কর্মযজ্ঞের অংশ হিসেবে মার্কেটের নিচ তলায় অবস্থিত দৈনিক সফল বার্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় আবদুল মোতালেব আপেল ও তার চক্রের সদস্যরা। এই নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি, ৪ জানুয়ারি ও ২০ জানুয়ারি দখলবাজ আবদুল মোতালেব আপেলের বিরুদ্ধে দৈনিক সফল বার্তা পত্রিকায় সিরিজ সংবাদ প্রকাশ করা হয়।

বক্তারা আরও বলেন, ওই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জের ধরে বিএনপি নেতা আবদুল মোতালেব আপেল গত ১৩ মে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নোয়াখালীর সিনিয়র সাংবাদিক দৈনিক সফল বার্তা পত্রিকার সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খানের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মিথ্যা মামলা দায়ের করেন। 

বক্তারা সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ১০ দিনের আল্টিমেটাম দেন। একই সঙ্গে দৈনিক সফল বার্তা পত্রিকার কার্যালয় খুলে দেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

এ ছাড়া মানববন্ধন কর্মসূচি থেকে দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাংবাদিক নির্যাতন ও বন্ধের দাবি তোলেন সাংবাদিকরা।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission