নড়াইলের লোহাগড়ায় অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
সোমবার (১৯ মে) সকাল ৯টার দিকে কাশিপুর ইউনিয়নের সারুলিয়া এলাকায় ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশ থেকে ওই কিশোরের রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সারুলিয়া রেল সেতু এলাকায় হাটাহাটি করার সময় স্থানীয়রা কিশোরের রক্তাক্ত মরদেহটি দেখতে পান। এরপর গ্রামবাসী জানতে পেরে মরদেহটি দেখার জন্য সেখানে ভিড় করতে থাকেন। পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ওই কিশোরের মুখ থেকে রক্ত বের হতে দেখা গেছে। তবে কেউ তাকে হত্যা করে ফেলে রেখে গেছে নাকি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এখনও কেউ বলতে পারছেন না।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরটিভি/এমকে