কুড়িগ্রামের পৌরসভা এলাকার গোরস্থানে সড়ক দুর্ঘটনায় রেজাউল হক (৩০) নামে এক ট্রাক শ্রমিকের মৃত্যু ঘটেছে। রোববার দুপুরে শহরের কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুজ্জামান মিন্টু।
নিহত রেজাউল হক বাবু কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর মৌজার জুড়াবান্ধা এলাকার ৮ নম্বর ওয়ার্ডেও কোবাদ মহুরীর ছেলে।
স্থানীয়রা জানান, রোববার দুপুর দেড়টার পর শহরের কলেজপাড়ার গোরস্থানে বালুভর্তি নিজ ট্রাক্টরের বালু আনলোড করার পর ট্রাক্টরের ইঞ্জিনের পাশে টুলস বক্সে দাঁড়িয়েছিলেন রেজাউল। এ সময় আকস্মিকভাবে চালক গাড়ি চালানো শুরু করতেই সে ছিটকে সামনের চাকার নিচে পড়ে গিয়ে তার মাথা থেতলে যায়। পরে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুজ্জামান মিন্টু বলেন, বিকেলে নিহতের বাড়ির আলেমপুর গোরস্থানে জানাজা নামাজ শেষে ওই গোরস্থানে সমাহিত করা হয়।
আরটিভি/এমকে