নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের চাকশাল মোড়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন।
রোববার (১৫ জুন) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের চাকশাল মোড়ে বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তৃষা আক্তার (১২) ও মাখন মিয়া (৩৫)। তৃষা রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে এবং মাখন মিয়া বেলাব উপজেলার আমতলী গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে দুপুর ১২টার দিকে পাঁচদোনার চাকশাল মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা ও মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তৃষা নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত এবং অটোরিকশা ও মাইক্রোবাসের ১২ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাখর মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়।
মাধবদী থানার উপপরিদর্শক জুয়েল রানা জানান, বাস, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া মাইক্রোবাসের চালককে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে বলে শুনেছি।
আরটিভি/এমকে