নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ছাত্রলীগ নেতা মো. রুহুল আমিন আকাশের (৩০) আকস্মিক মৃত্যু নিয়ে তোলপাড় চলছে ময়মনসিংহজুড়ে।
সোমবার (১৬ জুন) সকালে নগরীতে তার মৃত্যুর পর এটিকে স্বাভাবিক ঘটনা মনে করা হলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে প্রচার করা হচ্ছে। যদিও নিহতের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি স্বাভাবিক ছিল বলে জানানো হয়েছে।
জানা যায়, রুহুল আমিন আকাশ রোববার রাতে ময়মনসিংহ নগরীতে তার বোন নাফিয়া আক্তারের বাসায় বেড়াতে আসেন। সোমবার সকাল ১০টার দিকে দিঘারকান্দা শান্তিনগর আলহাজ সিরাজ আলী জামে মসজিদের সামনে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নিপতি বোম্বের সুইটস কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাত্র দেড় মাস আগে রুহুল আমিন আকাশ বিয়ে করেছিলেন। তার স্ত্রী গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। গতরাতে সে তার স্ত্রীর সঙ্গে দেখা করে আমার বাসায় বেড়াতে আসে। সন্ধ্যায় তার শারীরিক অবস্থার একটু খারাপ হলে সে বমি করে। এরপর রাতে ঘুমিয়ে পড়ে সকালে হাসপাতালে যাবে বলে বাসা থেকে বের হয়। পরে মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে আমাদের জানানো হয়।
এ দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, এটি স্বাভাবিক মৃত্যু। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা এটিকে স্বাভাবিক মৃত্যু বললেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা নিজ নিজ ফেসবুক পোস্টে শোক প্রকাশের পাশাপাশি এই মৃত্যুকে ‘অস্বাভাবিক’ এবং ‘হত্যাকাণ্ড’ বলে দাবি করছেন।
সোমবার বিকাল পৌনে ৪টায় ‘বাংলাদেশ স্টুডেন্ট লীগ’—নামের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে দাবি করা হয়, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন আকাশের মৃতদেহ পাওয়া গেছে রাস্তার পাশে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছাত্রলীগ নেতা রুহুল আমিন আকাশের অপমৃত্যুর রহস্য উদঘাটন করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ তার বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত মো. রুহুল আমিন আকাশ নেত্রকোণার কলমাকান্দা থানার নাজিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেলায়াতলী গ্রামের বাসিন্দা মো. নওয়াব আলীর ছেলে। গত বছরের ৫ আগস্টের পর থেকে চাকরির সন্ধানে হতাশাগ্রস্ত ছিলেন তিনি।
আরটিভি/এমকে