পাইকগাছায় সাবেক ইউপি সদস্য স্বপন হত্যা মামলায় দুই যুবককে গ্রেপ্তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৯:০৯ পিএম


পাইকগাছায় সাবেক ইউপি সদস্য স্বপন হত্যা মামলায় দুই যুবককে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছায় ৯ মাস পর সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাস হত্যা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

রোববার (১৫ জুন) রাতে থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমানের নেতৃত্বে উপজেলার দেলুটি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্ততারকৃতরা হলেন স্থানীয় শাহাবুদ্দীন সরদারের ছেলে সিপার সরদার (৩৫) ও আব্দুল মোমিন গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৪)। 

এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এসআই বাবলা বলেন, সোমবার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ চলতি দায়িত্ব ইদ্রিসুর রহমান জানান, দুই আসামীর জিজ্ঞেসাবাদ করতে ৭ দিনের রিমান্ড আবেদন করে করা হবে। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট রাতে দেলুটির ইউনিয়নের সাবেক ইউপি সদস্য স্বপন কুমার বিশ্বাস (৬৪) কে হত্যা করে দুর্বৃত্তরা। পরেরদিন ভোরে দেলুটিস্থ তার বসতবাড়ি নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মেয়ে তমা বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission