বাইকে কক্সবাজার যাওয়া হলো না যুবকের

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৯:১৭ এএম


বাইকে কক্সবাজার যাওয়া হলো না যুবকের
ছবি: সংগৃহীত

বাঁশখালী থেকে বাইকযোগে কক্সবাজার বেড়াতে আসার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন এক যুবক। সোমবার সন্ধ্যায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের গেটের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান সুমন।

নিহত জুলকার নয়ন (২০) চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল এলাকার জাহাঙ্গীরের ছেলে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান সুমন বলেন, নয়ন রেজিস্ট্রেশনহীন ‘ইয়ামাহ্ ফেজার’ মোটরসাইকেলে করে চট্টগ্রাম-বাঁশখালী-কক্সবাজার আঞ্চলিক মহাসড়ক দিয়ে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালীর মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের গেটের উত্তরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা গাড়ি নয়নের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় নয়নের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নয়নকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। নিহত নয়নের ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission