ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

মানিকগঞ্জে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ 

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০৮:৩০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে পুকুরের পানিতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) দুপুরে শিবালয় উপজেলার জুমদুয়ারা গ্রামের নিজ পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তিনি।

নিহত সংগ্রাম হোসেন (২৫) মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের  অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শিবালয় উপজেলার জমদুয়ারা গ্রামের শাহনুর খানের একমাত্র ছেলে।

বিজ্ঞাপন

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, নিহত সংগ্রাম হোসেন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। দুপুর ২টার দিকে নিজেদের বাড়ির পুকুরে পরিবারের অন্যদের সঙ্গে গোসল করতে নামেন সংগ্রাম। সবাই গোসলশেষে পুকুর থেকে উঠে আসলেও নিখোঁজ থাকেন সংগ্রাম। বিকেল ৩টায় পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় তাকে। সেখান থেকে তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/এএএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |