মানিকগঞ্জের শিবালয়ে পুকুরের পানিতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুরে শিবালয় উপজেলার জুমদুয়ারা গ্রামের নিজ পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তিনি।
নিহত সংগ্রাম হোসেন (২৫) মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শিবালয় উপজেলার জমদুয়ারা গ্রামের শাহনুর খানের একমাত্র ছেলে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, নিহত সংগ্রাম হোসেন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। দুপুর ২টার দিকে নিজেদের বাড়ির পুকুরে পরিবারের অন্যদের সঙ্গে গোসল করতে নামেন সংগ্রাম। সবাই গোসলশেষে পুকুর থেকে উঠে আসলেও নিখোঁজ থাকেন সংগ্রাম। বিকেল ৩টায় পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় তাকে। সেখান থেকে তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরটিভি/এএএ -টি