সিলেট নগরীর লামাবাজার এলাকার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ জুন) রাতে মা আবাসিক হোটেল ও চৌধুরী আবাসিক হোটেলে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানার লামাবাজার ফাঁড়ির একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন, শাহাব উদ্দিন (৩৮), মেহেদী হাসান মুকুল (৩২) এবং দুই নারী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এসকে/এস