ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বিপুল ইয়াবা নিয়ে দুই রোহিঙ্গা ধরা

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১২:১৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাছ ধরার নৌকার পাটাতন থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় (নাফ নদীর তীরবর্তী স্থানে) অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডু শহরের ডেইল পাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে মো. জুবায়ের (২০) ও একই এলাকার মৃত ইসলামের ছেলে নুরুল আমিন (২২) ।

বিজ্ঞাপন

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সম্প্রতি নাফ নদীতে মাছ ধরার অজুহাতে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

তিনি আরও বলেন, এ সময় টেকনাফ সদরের নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে কিছু ব্যক্তি নাফ নদী দিয়ে বাংলাদেশি জেলের বেশে বিপুল পরিমাণ মাদক হস্তান্তরের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবির অভিযানিক দল ওই নৌকাটিকে ধাওয়া করলে মাদক পাচারকারীরা পালানোর চেষ্টা করে। তখন নৌকাসহ মিয়ানমারের ওই দুই রোহিঙ্গাকে আটক করা হয়।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) এই অধিনায়ক বলেন, পরবর্তীতে বিজিবি তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে জালের ভেতর লুকানো বিশেষভাবে মোড়কজাত করা ১লাখ ২০ পিস ইয়াবা জব্দ করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিজিবি সীমান্ত এলাকায় সব অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |