ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

রাজবাড়ীতে গরুবাহী নছিমন খাদে পড়ে ব্যবসায়ী নিহত

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০১:০১ পিএম


loading/img
ছবি: আরটিভি

রাজবাড়ীর কালুখালীতে গরুবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রতন শেখ (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) রাতে উপজেলার বাংলাদেশ হাট মোড়ের নিকট ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন শেখ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের শাহ আলম শেখের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাজবাড়ীর দিক থেকে একটি গরু নিয়ে নসিমনযোগে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা ব্যবসায়ী রতন শেখকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর রশীদ বলেন, নসিমনটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |