ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

হোটেলে তিন শিশুকে আটকে রাখা নিয়ে যা জানা গেল

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০১:২৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

কাপ্তাই উপজেলার একটি ভাতের হোটেল থেকে তিন শিশুকে উদ্ধার করেছে প্রশাসন। এই শিশুদের জোর করে ভাতের হোটেলে আটকে রাখা হয় এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন হোটেল থেকে শিশুদের উদ্ধার করেন।  

কাপ্তাই উপজেলার চিৎমরম কিয়াং ঘাটে অবস্থিত ‘মারমা হোটেল’ নামক একটি ভাতের হোটেল থেকে শিশুদের উদ্ধার করা উদ্ধার হওয়া শিশুদের আনুমানিক বয়স ১০, ১১ ও ১২ বছর। তাদের মধ্যে দুইজন কাপ্তাই উপজেলা এবং একজন কাউখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

তিন শিশু উদ্ধারের সত্যতা নিশ্চিত করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, আমরা গোপন সূত্রে জানতে পারি যে চিৎমরম কিয়াং ঘাটে অবস্থিত একটি ভাতের হোটেলে তিন শিশুকে জোরপূর্বক আটকে রেখে তাদের হোটেল বয় হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছিল।

তিনি আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বুধবার সন্ধ্যায় আমরা বিজিবি এবং পুলিশ সদস্যসহ শিশুদের উদ্ধারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। উদ্ধারের পর পিতামাতা এবং প্রকৃত অভিভাবকদের ডেকে এনে তাদের হাতে শিশুদের তুলে দেওয়া হয়। তবে উদ্ধার হওয়া শিশুদের পরিবারের পক্ষ থেকে গতকাল রাত ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। 

রুহুল আমিন বলেন, কোনো শিশুর অভিভাবক মামলা করলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |