‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বাগেরহাট খামারবাড়িতে জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন।
এ সময় বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আলহাজ মো. মোতাহার হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক রমেশ কুমার ঘোষ, সিনিয়র মনিটরিং অফিসার ধীমান মজুমদার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দত্ত, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বাগেরহাট খামারবাড়ি কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরটিভি/আইএম