নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

আরটিভি নিউজ 

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৬:১৩ পিএম


নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

‘অন্তর্বর্তী সরকারের দেওয়া নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে’—বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই আয়োজিত বার্ষিক গবেষণা অগ্রগতি ২০২৪-২৫ পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা ২০২৫-২৬ প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি।

উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে চেষ্টা করছে সরকার। যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দমতো সরকার গঠন করতে পারে। এজন্য নির্বাচন কমিশন, সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনি পরিস্থিতির চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।

এ সময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ময়মনসিংহ বিভাগের মৎস্য অধিদফতরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাসসহ মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission