বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন সোনারগাঁ থানা বিএনপির সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজাহিদ মল্লিক।
শনিবার (৫ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর বাজারের দোকানদার ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সাদীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সেলিম সরকার, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি জয়নাল মীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরীফ ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন তাতী দলের সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক হানিফ, জামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তাহের আলী, সহসভাপতি সুলতান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, সোনারগাঁ সরকারি কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারও নেতৃবৃন্দ।
এ সময় নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ চলমান থাকবে।
আরটিভি/এমকে