‘নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে’

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৫:১৮ এএম


‘নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে’
ছবি: সংগৃহীত

নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে গভীর ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও অধ্যাপক নার্গিস বেগম।

বিজ্ঞাপন

শনিবার (৫ জুলাই) যশোর শহরের ঘোপে তিন নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দল আঞ্চলিক শাখার নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। 

নার্গিস বেগম বলেন, অরাজকতা ও লুটতরাজের সরকার যাতে আর না ফিরতে পারে তার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে, একতাবদ্ধ হতে হবে। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে গভীর ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করতে হবে। দেশে কোন অরাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক তা কখনোই কাম্য হতে পারে না।

বিজ্ঞাপন

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, নারীদের উন্নয়নে জিয়াউর রহমান তৈরি করেছিলেন নারী পুনর্বাসন কেন্দ্র, মহিলা সমিতি, জাতীয় মহিলা সংস্থাসহ নানাবিধ কর্মক্ষেত্র। যার মাধ্যমে পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে সহজতর হয়েছিল। সে সময় ঘূর্ণায়মান ঋণ ব্যবস্থার কারণে দ্রুত নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে পেরেছিল।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে হাসিনামুক্ত বাতাসে আমরা নিশ্বাস নিতে পারছি। এ জন্য যে প্রাণান্তকর চেষ্টা হয়েছে তার কৃতিত্ব শুধু পুরুষের না, নারীদেরও। মাঠে ময়দানে একজন পুরুষ যেভাবে শারীরিক নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, দীর্ঘদিন ঘরছাড়া হয়েছেন, তাদের শক্তি জুগিয়েছে নারী। ফলে কোন অবস্থাতেই আমাদের মা-বোনেদের অবদান অস্বীকার করার উপায় নেই।

বিজ্ঞাপন

অমিত বলেন, আগামীতে বিএনপি নির্বাচিত হলে নারী সমাজের ভাগ্য উন্নয়নে যা যা করা প্রয়োজন তা করবে বিএনপি।

বিজ্ঞাপন

মাহমুদুর রহমান স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাহিদা আক্তার। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁন এবং সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু। সমাবেশ পরিচালনা করেন আনোয়ারা বেগম।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission