নৌকায় মাছ শিকারের আড়ালে চলত ইয়াবা ব্যবসা, গ্রেপ্তার ৪

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৯:৫৮ এএম


নৌকায় মাছ শিকারের আড়ালে চলত ইয়াবা ব্যবসা, গ্রেপ্তার ৪
মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৪ সদস্য। ছবি: আরটিভি

মাদারীপুরে নৌকায় মাছ শিকারের আড়ালে চলত ইয়াবার ব্যবসা। এই ব্যবসার সঙ্গে জড়িত ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (৫ জুলাই) রাতে জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করে রাজৈর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের প্রধান ব্যবসায়ী সুমন হাওলাদারের স্ত্রী টুম্মা বেগম (৩০), একই গ্রামের কালাম খালাসির ছেলে নয়ন খালাসি (২০), নয়ানগর গ্রামের জগিল হাওলাদারের ছেলে অনিক হাওলাদার (২২) ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার নুরুজ্জামান ঘরামীর ছেলে সজিব ঘরামী (২০)।

বিজ্ঞাপন

এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, বাজিতপুরে দীর্ঘদিন একাধিক টং ঘর ও নৌকায় অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদারসহ কয়েকজন। পরে বিষয়টি জানতে পেরে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্চয় কুমার ঘোষ অভিযান চালায়।

এ সময় এক নারী ও ৩ যুবককে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে চক্রের প্রধান দুইজন সুমন ও সোহেল পালিয়ে যায়।

তিনি আরও জানান, তারা মাঝখানে নৌকার মধ্যে থাকে এবং সেখান থেকেই বিক্রি করে। তাদের কাছে যেতে হলে নৌকা নিয়ে যাওয়া লাগে। অপরিচিত কাউকে দেখলেই ইয়াবাগুলা পানির মধ্যে ফেলে দেয়। কারণ, পানির মধ্যে গলে গেলে ওই মাদক ব্যবহারও করতে পারবে না আর তাদেরকে ধরেও আনতে পারবে না। এজন্য ওদেরকে ধরাও অনেক কষ্টকর। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেন মাদক না থাকে।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission