বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও ১০২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জনে।
রোববার (৬ জুলাই) বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে আরও ১০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৭৬ জন, পাথরঘাটা উপজেলায় ১২ জন, তালতলী ৭ জন এবং বামনায় ৭ জন আক্রান্ত হয়েছেন।
জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২২৭ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৮১ জন, আমতলী উপজেলায় ৬ জন, বেতাগীতে ৩ জন, বামনায় ১৭ জন, পাথরঘাটায় ২১ জন এবং তালতলী উপজেলায় ১৪ জন।
জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭০ জন, তালতলী উপজেলায় ৫৪ জন, বামনা উপজেলায় ১০৩ জন, বেতাগী উপজেলায় ৩৫ জন, আমতলী উপজেলায় ৪২ জন এবং পাথরঘাটা উপজেলায় ১৫৫ জন।
অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২৪ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এবং একজনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং তিনজনের বাড়ি বেতাগী উপজেলায়।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকাহ জানিয়েছেন, বরগুনা জেনারেল হাসপাতালে এখন ডেঙ্গু রোগীদের রাখার মতো জায়গা নেই। শিড়ির সামনে, ব্যালকনিসহ আনাচে-কানাচে রোগীদের রাখতে হচ্ছে।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না।
আরটিভি/এএএ