পদ্মার চরাঞ্চল থেকে রাসেলস ভাইপার উদ্ধার

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৫:৫৪ পিএম


পদ্মার চরাঞ্চল থেকে রাসেলস ভাইপার উদ্ধার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার চরাঞ্চল থেকে একটি রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৬ জুলাই) সকালে চরাঞ্চলের সুতালড়ি ইউনিয়নের বালিয়াঘোপা গ্রাম সংলগ্ন পদ্মায় জেলের চায়না দোয়াড়ি জালে সাপটি আটকে পরে বলে জানান সুতালড়ি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার মো. মিজানুর মৃধা। 

তিনি বলেন, সুতালড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সোহেল বিশ্বাস চরাঞ্চল থেকে সাপটি আন্ধারমানিক পদ্মাপাড় ট্রলারঘাটে নিয়ে আসেন। পরবর্তীতে খবর পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ডিপ ইকোলজি ও স্নেক কনসারভেসন ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা অনন্যা ফারিয়াসহ কয়েকজন সেখানে আসেন।

বিজ্ঞাপন

সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, বন বিভাগের সঙ্গে কথা বলে সাপটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামিম মিয়া বলেন, রাসেলস ভাইপারের বিষ হেমোটক্সিন, যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায়। রাসেলস ভাইপার সাপ কয়েক বছর আগে শুধু বাংলাদেশের রাজশাহী অঞ্চলে পাওয়া গেলেও বর্তমানে এরা পদ্মা নদীর তীরবর্তী জেলা ও চরগুলোতেও বিস্তার লাভ করেছে। সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই কার্যকর পথ।

রাসেলস ভাইপারের প্রজনন সম্পর্কে বলেন, অন্যান্য সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। তবে রাসেলস ভাইপার সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। স্ত্রী সাপ গর্ভধারণ শেষে ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়। তবে কোনো কোনো রাসেলস ভাইপার সাপের ৭৫টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে। 

বিজ্ঞাপন

পৃথিবীতে প্রতিবছর যত মানুষ সাপের কামড়ে মারা যায়, তার উল্লেখযোগ্য একটি অংশ এই রাসেল ভাইপারের কামড়ে মারা যায় বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission