• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফার্মে আগুন লেগে ১৮০০ মুরগি ছাই

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ ডিসেম্বর ২০১৯, ১৩:৩০
মুরগি ফার্ম আগুন
ফার্মে পুড়ে যাওয়া মুরগি

পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি মুরগির ফার্মে আগুন লেগে প্রায় ১৮শ’ মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার সকাল ছয়টার দিকে কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের পেছনের জালাল ও ফরিদের পোল্ট্রি ফার্মে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফার্মের মালিক জালাল ও ফরিদ জানান, সকাল ছয়টার দিকে মুরগির ফার্মটিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ফার্মে থাকা প্রায় ১৮শ’ মুরগি পুড়ে যায়। এছাড়া ফার্মের পাশেই মুরগির খাবার, ডিম রাখা ছিল। সেগুলোও পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবু বক্কর আরটিভি অনলাইনকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সকালে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া ও সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন ক্ষতিগ্রস্ত মুরগির ফার্মটি পরিদর্শন করেছেন।

আরো পড়ুন

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফার্মগেটের মানসী প্লাজার আগুন নিয়ন্ত্রণে
মরার আগেই আগুন-ধোঁয়ার মিশ্রণে জীবন্ত মমি! 
ফার্মগেটের মানসী প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পেঁয়াজ-সবজি-মুরগির দাম কমলেও আলুর দাম বাড়তি