ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

রাঙামাটিতে পৃথক পর্যটকবাহী বোট ডুবে নিহত ৫

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি অনলাইন

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০ , ০২:২৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাঙামাটিতে পৃথক পর্যটকবাহী দুটি বোটডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও তিনজন নিখোঁজ রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়,  রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী একটি বোট ডুবে যায়। এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধারে গেলে তাদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

এরা চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টস’র কর্মী বলে জানা গেছে। অন্যদিকে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর কলার ডিপু এলাকায় ৫৩ জনের ইসকনের একটি বোট ডুবে গেলে তাদের মধ্যে দুই শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছে। এরা হলেন, বিনয়(৫), টুম্পা মজুমদার(৩০) ও দেবলীলা(১০)। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন কাজ করছে।

বিজ্ঞাপন

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ আরটিভি অনলাইনকে জানিয়েছেন, পৃথক দুটি বোট ডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাপ্তাইয়ে তিনজন নিখোঁজ রয়েছেন।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |