মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষণের চেষ্টাকালে ধর্ষকের জিহ্বায় কামড় দিয়ে নিজেকে রক্ষা করেছেন এক গৃহবধূ।
গতকাল সোমবার দিনগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
পরে মঙ্গলবার সন্ধ্যায় সিরাজদিখান থানায় বাদী হয়ে ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিণ হাটি গ্রামে একটি বিয়ের আয়োজন চলছিল। ওই সুযোগে দক্ষিণ হাটি গ্রামের সাগর মণ্ডল (৪৫) একই গ্রামের এক গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ওই গৃহবধূ কামড় দিয়ে ধর্ষকের জিহ্বা কেটে ফেলে।
অভিযুক্ত সাগর মণ্ডল পলাতক আছে বলে জানিয়েছেন ওসি।
জেবি