• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মধু সংগ্রহে যেয়ে পানের বরজে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ মার্চ ২০২০, ১৭:০৩
মধু সংগ্রহে যেয়ে পানের বরজে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি
পানের বরজ। ফাইল ছবি

নড়াইলে আগুনে তিনটি পানের বরজ পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। নড়াইল শহরতলীর উজিরপুরে পানের বরজে তৈরি হওয়া একটি মৌচাক থেকে মধু সংগ্রহ করতে জ্বালানো মশালের আগুনে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানায়, উজিরপুর পশ্চিম পাড়ার কালিদাশ রায়ের পানের বরজের বেড়ায় স্থানীয় তিন কিশোর একটি মৌচাক দেখতে পেয়ে রোববার বিকেলে তা থেকে মধু সংগ্রহ করতে যায়। তারা একটি মশাল জ্বালিয়ে চাক থেকে মৌমাছি তাড়াতে গেলে বরজের বাঁশ, সুপারি পাতার শুকনা বেড়ায় আগুন গেলে বরজের শনখড়ের চালা, পাটকাঠি, বাঁশের চটার সংস্পর্শে মুহূর্তে গোটা বরজে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা একে একে পার্শ্ববর্তী সুশান্ত ও শয়ান বিশ্বাসের বরজকে গ্রাস করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই মাত্র ১০/১৫ মিনিটের আগুনে মোট দেড় একর আয়তনের তিনটি বরজই পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একমাত্র আয়ের উৎস পনের বরজ পুড়ে গিয়ে দরিদ্র পরিবারগুলো আগামীর ভাবনায় দিশেহারা হয়ে পড়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
X
Fresh