• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ডাকাত সর্দার নিহত

পাবনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩১ মার্চ ২০২০, ১০:৪২
নিহত বন্দুকযুদ্ধ পাবনা
প্রতিকী ছবি

পাবনার সাঁথিয়া উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের এক সর্দার নিহত হয়েছেন। সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার দিনগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার সমুকজানি বাজারে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সরোয়ার হোসেন (৩৬) ওরফে সরো ওরফে শাহীন। তিনি উপজেলার পুণ্ডরিয়া গ্রামের হারুনর রশিদ ওরফে হারু ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

পুলিশের দাবি ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, একটি কার্তুজ একটি চাকু উদ্ধার করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সমুকজানি বাজারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে পুলিশ সেখানে অভিযানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সরোয়ার নামের একজনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সুপার আরও জানান, নিহত সরোয়ার আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারে আগুন ধরে কৃষকলীগ নেতাসহ নিহত ২
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
X
Fresh