• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জরিমানা করেও ঘরে রাখা যাচ্ছে না তাদের

ভৈরব প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০২০, ১৪:১৯
মোটরসাইকেল জরিমানা টাকা
ভৈরবে এক মোটরসাইকেল আরোহীর কাছ থেকে জরিমানার টাকা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালত

কিশোরগঞ্জের ভৈরবে সামাজিক দূরত্বের সরকারি নির্দেশনা না মানায় অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন।

সড়কে মোটরসাইকেলে অধিক আরোহী বহন এবং বিনা প্রয়োজনে শহরের বিভিন্ন অলি-গলিতে, চায়ের দোকানে বসে আড্ডা দেয়ার অপরাধে লোকজনকে জরিমানা করছে উপজেলা প্রশাসন।

ফলে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত যাত্রীবহনের দায়ে ১৫ জনকে ২৪ হাজার পাঁচশতটাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিসা।

এছাড়াও সরকারি নির্দেশনা অমান্য করে ভৈরব বাজারে কয়েকটি দোকানপাট খোলা রাখাসহ পৌর শহরের পুলতাকান্দা চণ্ডিবের মধ্যপাড়ায় চায়ের দোকানে লোকজন আড্ডা দেয়ায় দোকানদারসহ ১১ জনকে আরও সাত হাজার পাঁচশটাকা জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, বারবার আমরা মানুষজনকে সর্তক সচেতন হতে বলছি। বিষয়টি তারা এড়িয়ে চলছে। তাই অভিযানে নামতে বাধ্য হয়েছে উপজেলা প্রশাসন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
দ্রুত সময়ের মধ্যে মুজিবনগরে স্থলবন্দর হবে : জনপ্রশাসনমন্ত্রী 
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
X
Fresh