ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

৮ লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

বুধবার, ২২ এপ্রিল ২০২০ , ০৭:৫৯ পিএম


loading/img
ফাইল ছবি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ৮ লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। আগামী ২৬ এপ্রিল থেকে সারাদেশে একসাথে  এ কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে নওগাঁর জেলা প্রশাসন, স্বাস্থ্য, কৃষি, খাদ্য ও পুলিশ বিভাগের সাথে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন মন্ত্রী।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে মন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ মৌসুমে সর্বোচ্চ পরিমাণ ধান কেনা হবে। কোনো যায়গায় যেন কৃষকদের হয়রানী করা হয় না সেদিকে লক্ষ্য রাখতে বলেন মন্ত্রী।

বিজ্ঞাপন

এ সময় করোনার মত দূর্যোগ মোকাবিলায় নিরলোশ কাজ করে যাওয়ায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগকে ধন্যবাদ মন্ত্রী।

পরে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে স্বাস্থ্য বিভাগের কাছে করোন টেস্টিং কিটসহ বিভিন্ন দপ্তরের মাঝে পিপিই, মাস্ক ও থার্মাল স্কেনার বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক হারন-অর-রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |