• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে আদার দামে কারসাজি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

  ২৭ এপ্রিল ২০২০, ১৫:৫৪
চট্টগ্রামে আদার দামে কারসাজি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা
চট্টগ্রাম

চট্টগ্রামের খাতুনগঞ্জে বেশি দামে আদা বিক্রি ও মজুদ করায় তিনটি দোকানকে তিন লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, ৮৫ থেকে ৯০ টাকায় আদা এনে ২৫০ টাকায় বিক্রি করায় আল মাবুদ ট্রেডাসকে ১ লাখ টাকা, একতা ও শাহাদাত ব্রাদার্সকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আর অবৈধভাবে আদা মজুত করায় শাহ আমানত ট্রেডাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাতুনগঞ্জের আমদানিকারক, আড়তদার ও দোকানদার মিলে সিন্ডিকেট করে আদার মূল্য বৃদ্ধি করেছে বলে অভিযোগ রয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড় খামারিদের কারসাজিতে ৫০০-তে নামছে না গরুর মাংস 
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে ভোক্তাদের সতর্ক থাকতে হবে : খাদ্যমন্ত্রী 
সংসদে বাণিজ্য প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি
X
Fresh