• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে মোট আক্রান্ত ৭২, সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১৬ জন

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ এপ্রিল ২০২০, ১২:৩৮
চট্টগ্রাম বাড়ি আক্রান্ত
ছবি সংগৃহীত

চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় এক পুলিশ কনস্টেবলসহ আরও চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৭২। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৬ জন আর মারা গেছেন ছয়জন।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জিানিয়েছেন বিআইটিআইডিতে ১১৩টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের চারজনের করোনা পাওয়া যায়।

তিনি বলেন, চট্টগ্রামে নতুন করে আক্রান্তদের সবাই নগরীর বাসিন্দা। এদের মধ্যে দামপাড়ার ৩০ বছর বয়সী একজন পুলিশ সদস্য, কালু শাহ নগর এলাকার ৫০ বছর বয়সী একজন, ইপিজেড এলাকার ৫২ বছর বয়সী একজন এবং নাসিরাবাদ হাউজিং সোসাইটির আছেন একজন।

সব মিলিয়ে চট্টগ্রামের মোট ১১ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে মহানগর এলাকার ৪৫ জন , সাতকানিয়া উপজেলার ১৫ জন, সীতাকুণ্ড উপজেলার দুইজন, মিরসরাই দুইজন, আর বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, ফটিকছড়ি হাটহাজারী উপজেলার একজন করে।

আর আক্রান্তদের মধ্যে ৪১ থেকে ৫০ বছর বয়সী ২১ জন। যা বয়সের হিসেবে বেশি তারপরেই রয়েছে ২১ থেকৈ ৩০ বছর বয়সী ১৯ জন। আর ১০ বছরের নিচে রয়েছে দুইজন। ৬০ বছরের ঊর্ধ্বে আক্রান্ত হয়েছেন জন বাকিরা বিভিন্ন বয়স বয়সী।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে ৩৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
X
Fresh