ভোলার লালমোহনে দুটি করোনাভাইরাসের নমুনা কালেকশন বুথ ও ডাক্তার সেইফটি সেন্টার করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
গতকাল রোববার বিকেলে উদ্বোধনের পর আজ সোমবার সকাল থেকে এই সব সেন্টারে নমুনা কালেকশন কাজ শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা।
ওই সেন্টার পরিদর্শন কালে কোভিড-১৯ প্রতিরোধে এমন বিরল উদ্যোগের প্রশংসার করেন পরিকল্পনা কমিশনের সবিচ আবুল কালাম আজাদ।
ব্যক্তি উদ্যোগ ও অর্থায়নে এই সেন্টার তৈরি করেন এমপি শাওন। এমন দুটি সেন্টার করার উদ্যোগ নেন তিনি। একটি হাসপাতাল ক্যাম্পাসে। অপরটি বাজার এলাকায়।
এতে সাধারণ মানুষের কাছ থেকে সহজেই নমুনা সংগ্রহ করা যাবে। একইসঙ্গে ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা থাকবেন নিরাপদে।
এ ছাড়া রমজান মাসে সাধারণ মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
জেবি