• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফুলবাড়ী থানার ওসিসহ ১০ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

  ০৭ মে ২০২০, ১৯:৩৪
ফুলবাড়ী থানার ওসিসহ ১০ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার ও জেনারেল হাসপাতালের দুই স্টাফসহ ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ফুলবাড়ী থানার ওসি করোনায় আক্রান্ত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওসি রাজীবকে ডাকবাংলোর একটি কোয়ার্টারে আইসোলেশনে রাখার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও তার গাড়ির ড্রাইভারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) ১০ জনসহ এ নিয়ে জেলায় ৩২ জন করোনা পজিটিভ শনাক্ত হলো।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, একদিনে জেলায় সর্বোচ্চ ১০ জনের করোনা পজিটিভি শনাক্ত হলো। এরমধ্যে জেনারেল হাসপাতালে ২ জন, সদরে ৩ জন, ভুরুঙ্গামারীতে ৩ জন এবং ফুলবাড়ীতে ২ জনসহ ১০ জন। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ থেকে করোনা পজিটিভের তথ্য পাওয়া যায়।

এদিকে, জেলার প্রথম আক্রান্ত রৌমারীর যুবক গোলাম মোস্তফা এবং ফুলবাড়ীতে আক্রান্ত তাজুল ইসলামসহ ৩ জন সুস্থ হয়ে বাড়িতে গেছেন। এছাড়াও করোনা পজিটিভ অন্যান্য শনাক্তদের স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কারও কারও বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh