• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনায় আক্রান্ত স্ত্রীর সঙ্গে স্বামীও আইসোলেশন ইউনিটে

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ মে ২০২০, ২০:৫৬
করোনায় আক্রান্ত স্ত্রীর সঙ্গে স্বামীও আইসোলেশন ইউনিটে
ফাইল ছবি

জয়পুরহাটের আক্কেলপুরের এক ব্যক্তির বিরুদ্ধে জোর করে করোনা আক্রান্ত স্ত্রীর সঙ্গে আইসোলেশন ইউনিটে থাকার অভিযোগ উঠেছে।

ঘটনাটি উপজেলার গোপীনাথপুর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে ঘটেছে। সেখানকার কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও তাকে সরাতে পারেননি।

জানা যায়, সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে আক্রান্ত রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করেছে। সেখানে চিকিৎসক ও নার্স ছাড়া রোগীর কাছে কেউ যেতে পারবেন না। কিন্তু জয়পুরহাটের আক্কেলপুরের এই ব্যক্তি সেটি মানছেন না।

এ বিষয়ে আইসোলেশন ইউনিটের দায়িত্বে থাকা শাহিন রেজা বলেন, ‘বুধবার করোনায় আক্রান্ত নারীকে আইসোলেশনে আনা হলে তার স্বামী সঙ্গে আসেন। তারা একই সঙ্গে আইসোলেশনে থাকতে চান। বিব্রতকর পরিস্থিতিতে তাদের আইসোলেশনে পাঠাতে বাধ্য হয়েছি।’

এ ব্যাপারে জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা বলেন ওই ব্যক্তিকে আইসোলেশন ইউনিট থেকে বের করে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারপরও যদি তিনি নিয়ম না মানেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh