• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ব্রহ্মপুত্র নদে ডুবে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

জামালপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ মে ২০২০, ১২:৩৭
মৃত্যু ছাত্র ব্রহ্মপুত্র
ছবি সংগৃহীত

জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে তৃতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

জানা যায়, রোববার দুপুরে জামালপুর সদরের নরুন্দি এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের নিখোঁজ হয় সিয়াম (১০) নামে এক মাদরাসা ছাত্র। দুপুরের প্রচণ্ড গরমে অন্যদের সঙ্গে সিয়ামও নদীতে গোসল করতে যায়। সময় গোসল করতে গিয়ে সিয়াম ডুবে যায়। সঙ্গে থাকা অন্যরা তাকে খুঁজে না পেয়ে সিয়ামের বাড়িতে খবর দেয়।

খবর পয়ে বাড়ির লোকজন প্রতিবেশীরা খোঁজতে থাকে। পরে তাকে খোঁজে না পেয়ে জামালপুর মুক্তাগাছা ফায়ার সার্ভিসকে খবর দেয়। দুপুর থেকে জামালপুর মুক্তাগাছার ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালানোর পর সন্ধ্যা ছয়টার দিকে ডুবে শিশু সিয়ামের মরদেহ উদ্ধার করে। নিহত সিয়াম নরুন্দি বেপারীপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

নরুন্দি তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক চন্দন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশে হিট স্ট্রোকে ৫ জনের মৃত্যু
ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
X
Fresh